Monday, January 12, 2009

আজ ১২ ই জানুয়ারী’০৯, ১৪৭ তম বর্ষে পদার্পন করলেন স্বামী বিবেকানন্দ......।





visit vinnobasar sponsorer:Taking care of your parents in Kolkata

www.nriparentalcare.com

সংস্করনের পর বিবেকানন্দের বসত বাড়ি










বেলুড় মঠ

আজ ১২ ই জানুয়ারী’০৯, ১৪৭ তম বর্ষে পদার্পন করলেন স্বামী বিবেকানন্দ......



ভাস্কর ব্যানার্জী,কলকাতা,বিকাল ৫ টা ৫০মিঃ


“যদি তুমি ভারত কে জানতে চাও বিবেকানন্দ কে জানো। তার মধ্যে সবকিছু ইতি বাচক, নেতিবাচক কিছু নাই”।–রবীন্দ্রনাথ ঠাকুর।


আজ ১২ ই জানুয়ারী’০৯,১৪৭ তম বর্ষে পদার্পন করলেন স্বামীজী তার জন্ম দিবস উপলক্ষে কলকাতা সহ ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে নানান সাংস্কতিক অনুষ্ঠান।


আজকের এই দিনটি আবাল বৃদ্ধ বনিতা বিশেষত যুবক যুবতী সকলে মর্যাদার সংগে পালন করছে। উত্তর কলকাতার সিমলাতে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী প্রভাত ফেরী বার করেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বণ্যাঢ্য পদযাত্রা করে রাজনৈতিক দল, ক্লাব সংগঠন এসে মিলিত হয় স্বামীজীর সিমলার বাড়িতে।


উত্তর কলকাতা জেলা আই,এন,টি,ইউ,সি স্টার থিয়েটারের সামনে থেকে একটি মিছিল বের করে। সেই মিছিলে বিবেকানন্দের জীবনের বিভিন্ন বিশেষ মহুর্ত ট্যাবলর মাধ্যমে সুসজ্জিত পদযাত্রা সহকারে স্বামীজীর বাড়ির সামনে শেষ করে। এই মিছিলের নেতৃত্ব দেন কলকাতার প্রাক্তন মেয়র শ্রী সুব্রত মুখার্জী, জেলা আই,এন,টি,ইউ,সি-র সভাপতি ইন্দ্রজিত চ্যাটার্জী প্রদেশ কংগ্রেস সম্পাদিকা শ্রীমতি শুভ্রা ঘোষ এবং সুমন সিং রাজ্য যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ চক্রবত্তী, রাজ্য ছাত্র পরিষদের সাধারন সম্পাদক স্বরূপ বোস প্রমুখ নেতৃবৃন্দ।


বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠে তার জন্ম দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় বিশেষ পূজা ও প্রার্থনা। আজকে বিশাল জন সমাগম হয় বেলুড় মঠে।
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com

No comments:

Post a Comment