Thursday, January 15, 2009

বিরল অপারেশানে,কলকাতা মেডিকেল কলেজ বাঁচাল রুগীর প্রান...



অস্ত্র প্রচার চলছে রেজ্জাকের

ডাক্তার বাবুরা অস্ত্র প্রচার করছেন রেজ্জাকের

লোহার রড ঢুকে যাওয়া অবস্থায় হাসপাতালে রেজ্জাক

সফল অস্ত্র প্রচারের পর রেজ্জাক


বিরল অপারেশানে,কলকাতা মেডিকেল কলেজ বাঁচাল রুগীর প্রান।
বিকাশ দাস,কলকাতা

এফোঁড় ওফোঁড় হয়ে যাওয়া রড বুকে নিয়ে বাসে করে হাসপাতালে এসেছিলেন রজ্জাক আলি(২১)। লরির সাথে টাটা সুমোর অ্যক্সিডেন্ট এ সুমোর চালক রজ্জাকের বুকে বিঁধেছিল সাড়ে পাঁচ ফুট লম্বা পাঁচ মিলিমিটার ঘনত্বের লোহার রড।অনবরত হচ্ছিল রক্তক্ষরন।মেডিকেল কলেজের শল্য চিকিৎসার বিভাগীয় প্রধান মৃত্যুজ্ঞয় মুখোপাধ্যায় এর নেতৃ্ত্বে সফল অস্ত্র প্রচার করে রজ্জাক কে মৃত্যুর হাত থেকে বাঁচান সরকারী হাসপাতালের ডাক্তার গন।

Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
http://www.nriparentalcare.com/




























































































































































No comments:

Post a Comment