





সন্ত্রাসবাদের আঁতুড় ঘর পাকিস্তান......
ভাস্কর ব্যানার্জী,কলকাতা
সন্ত্রাসবাদের কোন দেশ নেই,জাতি নেই,ধর্ম নেই।
এই মহত আদর্শ বিশ্ব-রাজনীতি তে প্রমান করার যে অঙ্গীকার পাকিস্তান নিয়েছ তার ফাঁক-ফোঁকর দিয়ে মুক্ত বিহঙ্গের মতো পৃথিবীর যত্র তত্র সর্বত্র।
এরা পাক নাগরিক হলেও পাক সরকার এদের গ্রেপ্তার করতে নারাজ, কারন গ্রেপ্তার করতে গেলে পাছে প্রমান হয়ে যায়-‘সন্ত্রাসবাদীর দেশ আছে’।
সন্ত্রাসবাদের কোন দেশ জাতী,ধর্ম,বর্ণ থাক বা না থাক। কিন্ত সন্ত্রাসবাদের এক আঁতুড় ঘর আছে-যার নাম পাকিস্তান।
আঁতুড় ঘর পাকিস্তানের কোলে স্বযত্নে তার পুত্র সন্ত্রাসবাদ কিভাবে লালিত পালিত হচ্ছে তার প্রমান, না বরং বলা ভালো পকিস্তানের সুখি পারিবারিক চিত্র।
যদি যথেস্ট বলে গন্য না হয় তাহলে দিন গুনুক পাকিস্তান ফ্রাংকেস্টাইন পুত্রের হাতে মৃত্যুর প্রতিক্ষায়......
যদিও ভবিষ্যত সবার জানা-
এই মহত আদর্শ বিশ্ব-রাজনীতি তে প্রমান করার যে অঙ্গীকার পাকিস্তান নিয়েছ তার ফাঁক-ফোঁকর দিয়ে মুক্ত বিহঙ্গের মতো পৃথিবীর যত্র তত্র সর্বত্র।
এরা পাক নাগরিক হলেও পাক সরকার এদের গ্রেপ্তার করতে নারাজ, কারন গ্রেপ্তার করতে গেলে পাছে প্রমান হয়ে যায়-‘সন্ত্রাসবাদীর দেশ আছে’।
সন্ত্রাসবাদের কোন দেশ জাতী,ধর্ম,বর্ণ থাক বা না থাক। কিন্ত সন্ত্রাসবাদের এক আঁতুড় ঘর আছে-যার নাম পাকিস্তান।
আঁতুড় ঘর পাকিস্তানের কোলে স্বযত্নে তার পুত্র সন্ত্রাসবাদ কিভাবে লালিত পালিত হচ্ছে তার প্রমান, না বরং বলা ভালো পকিস্তানের সুখি পারিবারিক চিত্র।
যদি যথেস্ট বলে গন্য না হয় তাহলে দিন গুনুক পাকিস্তান ফ্রাংকেস্টাইন পুত্রের হাতে মৃত্যুর প্রতিক্ষায়......
যদিও ভবিষ্যত সবার জানা-
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
No comments:
Post a Comment