Tuesday, January 13, 2009

গুজরাটে বিনিয়োগের বন্যা


Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com


গুজরাটে বিনিয়োগের বন্যা ........................................
কলকাতা,৮টা৫০মিঃ

ভাইব্রানট গুজরাট গ্লোবাল ইনভেষ্টমেন্ট সামিট ২০০৯ বিনিয়োগের বন্যায় ভাসলো গুজরাট। কো্টি কোটি টাকার বিনিয়োগ আদায় করলো গুজরাট সরকার। বিভিন্ন ব্যাবসায়ীক প্রতিষ্ঠান-কে বিনিয়োগ করানোর লক্ষ্যে বিনিয়োগ মেলা VGGIS এর আয়োজন করা হয়েছিল। গুজরাট সরকারের এই অভুতপূর্ব পরিকল্পনায় ব্যাপক সারা মিলেছে। বিভিন্ন কোম্পানীর মউ ঘোষনাপত্রে একবার চোখ বোলালে ব্যপারটি আরো পরিস্কার হয়।
লারসেন এন্ড ট্যুবরো- ২৫০০০ কোটি টাকা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-৩০০০০ কোটি টাকা
ও,এন,জি,সি-৩০০০০ কোটি টাকা
টাটা গ্রুপ-২১০০০ কোটি টাকা
এসার -২৪০০০ কোটি টাকা
আদিত্য বিড়লা গ্রুপ-২০০০০ কোটি টাকা
সুজিয়ন এনার্জ়ী-৯০০০ কোটি টাকা
ভারত ফরগি-৭০০০ কোটি টাকা স্টারলাইন বাইয়োটেক লিমিটেড-২১০০০ কোটি টাকা
অয়েলস্পুন গ্রুপ-৪৫০০০ কোটি টাকা
ভিডিওকন-১২০০০ কোটি টাকা আদানি গ্রুপ-২৭০০০ কোটি টাকা
এস,আর,এফ লিমিটেড-৩০০০ কোটি টাকা
সেলুলার আ্যস-২০০০০ কোটি টাকা
এয়ার ডেকর-৩০০০ কোটি টাকা
মোট বিনিয়োগ হয়েছে-২৩৮৫০০ কোটি টাকা (Rs2385 billion) অর্থাত প্রায় ৫০ বিলিয়ান মার্কিন ডলার।
লারসেন অ্যন্ড টিউবরো বিনিয়োগ করেছে পচিশ কোটি টাকা। জানালেন ওই কোম্পানীর চেয়ারম্যান এম নায়েক। মোট নটা প্রকল্পে এই বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়েছে। ২৪০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট এর মধ্যে অন্যতম।
স্টেট ব্যাঙ্ক বিনিয়োগ করছে ৩০০০০ কোটি টাকা। তিন বছরে রাজ্যে মোট পয়তাল্লিশ টি নতুন শাখা খুলবে এই সংস্থা।

No comments:

Post a Comment