Saturday, January 17, 2009

কাকাকে এত টাকা দিলে (১০০ মিলিয়ান পাউন্ড) ফুটবল ধ্বংশ হয়ে যাবে-আশঙ্কা প্রকাশ ফুটবল কোচেদের………...
















কাকাকে এত টাকা দিলে (১০০ মিলিয়ান পাউন্ড) ফুটবল ধ্বংশ হয়ে যাবে-আশঙ্কা প্রকাশ ফুটবল কোচেদের………...



পৃথিবীর সর্বকালের ফুটবল ইতিহাসে সবথেকে অর্থবান ফুটবলারের খেতাব এখন ব্রাজিলের কাকার দখলে। ব্রিটিশ প্রিমিয়ার লিগ ব্রাজিলের ম্যানেজাররা টাকার থলি নিয়ে এখন কাকার দোরগোড়ায়।স
এ,সি,মিলানের কাকা এখন একশো মিলিনিয়নার খেলোয়াড়। দাম চরছে তর তর করে।
“এতে য়ে ফুটবলের মেরুদন্ড দুর্বল হয়ে পরবে সে বিষয়ে সন্দেহ নেই”- এরকম মনে করেন স্কট ল্যান্ড লীগ ম্যানেজার এ্যসোসিয়েশনের চেয়ারম্যান এ্যালেক্স স্নিথ।
এর আগে অর্থের হিসাবে শীর্ষে ছিলেন রোবিনহো তার আর্থিক মূল্য উঠেছিল ৩২.৫ মিলিয়ন পাউন্ড।
এ্যালেক্স স্নিথ টাকা ছড়িয়ে কাকা কে দলে নেওয়ার এই প্রতিযোগিতাটা ভাল ভাবে মেনে নিতে নারাজ।এক জন বিশেষ ফুটবলার কে নিয়ে এত অর্থের “”নিলাম বাজী””আখেরে ফুটবল দুনিয়া বিপর্যস্ত করবে বলে মনে করেন ৪০ বছর ফুটবল দুনিয়া অঙ্গাঙ্গিক ভাবে জড়িত এই প্রবীন ম্যানেজার।তার মতে চটকদার,এইসব ফুটবলার টানাটানির প্রতিযোগিতা বন্ধ করা উচিত।
ইংল্যান্ডের ক্লাব গুলি কোটিপতি ফুটবলারে ঠাসা।যেখানে ছোট দেশের ক্লাব গুলি ভাল ফুটবলারকে খেলাতে চাইলেও অর্থের অভাবে অপারগ।
স্কটিশ প্রিমিয়ার লিগ, এই অর্থের আকর্ষনে ফুটবলারদের ইংল্যান্ড প্রিমিয়ারা লিগে চলে যাওয়ায় বিশেষ ক্ষতি গ্রস্থ।এ্যালেক্সন স্নিথের মূলরাগের কারন এটাই।
Please visit vinnobasar sponsorer:

Taking care of your parents in Kolkata

www.nriparentalcare.com



No comments:

Post a Comment