
এবারের ৩৩-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম দেশ স্কটল্যান্ড৷ সে দেশের জনপ্রিয় রহস্য গল্প লেখক আলেকজান্ডার ম্যাকলস্মিথ তাঁর ভাষণ শুরু করলেন বাংলায় নমস্কার জানিয়ে৷ স্কটল্যান্ডের সঙ্গে কলকাতার যোগাযোগের কথা বলতে গিয়ে উল্লেখ করলেন শিক্ষাবিদ আলেকজান্ডার ডাফ-এর কথা৷ বললেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও৷ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতা বইমেলার মাধ্যমে রাজ্যের ব্যবসায়িক দিকের বিকাশ যে হবে – সে কথা মনে করিয়ে দিয়েও বললেন বইয়ের মাধ্যমে জীবনের নানা উত্তর খোঁজার কথাও৷
এতো কিছুর মধ্যেও যে প্রশ্নটা বার বার মানুষদের ভাবাচ্ছে, তা হলো – আগামী বছর কোথায় হবে এই বইমেলা?
বইমেলা কোথায় হবে – সে সম্পর্কিত মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে অ্যাডমিটেড হয় গত মে মাসে৷ কিন্তু এখনও সে মামলার কোন রায় বের হয়নি৷ আর কতো দিন ? কবে নাগাদ কলকাতার মানুষ পাবে এর সঠিক উত্তর ? পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানালেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই পাওয়া যাবে তার উত্তর৷
পরিবেশবাদীদের বিরুদ্ধে ময়দানে ফিরে যাওয়ার এই যে মামলাটি গিল্ডের তরফ থেকে করা হয়েছিল –তার শুনানি সম্পর্কে গিল্ড কর্তৃপক্ষ কিন্তু অত্যন্ত ইতিবাচক৷
অবশ্য, মামলার রায় যদি নেতিবাচক হয় – তবে মিলন মেলাই কলকাতা আন্তর্জাতিক বইমেলার স্থায়ী ঠিকানা হবে বলে জানালেন তিনি৷ যদিও অন্য মহলের খবর, ময়দানে আবারো বইমেলা কিছুতেই হতে দেবে না সেনাবাহিনী৷
কলকাতার মানুষের আবেগে বই মেলা হয়তো একদিন ফিরে আসবে তার স্বস্থানে আশায় কলকাতাবাসি।

Taking care of your parents in Kolkata
http://www.nriparentalcare.com/
No comments:
Post a Comment