Wednesday, January 28, 2009

‘কলম্বয় পৌছলে প্রনব মুখার্জী......


















‘কলম্বয় পৌছলে প্রনব মুখার্জী......।’
ভাস্কর ব্যানার্জী,
কলকাতা,সন্ধ্যা ৭ টা।
প্রধান মন্ত্রী অসুস্থ। দেশ চালানোর দায়িত্ব এখন তারই উপর। তুখোর ব্যাস্ততা। তবুও দেড় লাখ নিরিহ মানুষের স্বার্থে, কলম্বয় ছুটলেন প্রতিরক্ষা মন্ত্রী প্রনব মুখার্জী।
কলম্বয় শ্রীলঙ্কা রষ্ট্রপতী মহিন্দ্র রাজপক্ষীর সথে বৈঠকের উদ্দেশ্যেই প্রনবের এই সফর। দেড় লক্ষ্য নিরিহ মানুষের স্বার্থে, যারা শ্রীলঙ্কা সরকার আর এল.টি.টি র যুযুধান লড়াইয়ে বিপর্যস্ত, বিদ্ধস্ত ও অসহায় ।
নিরিহ উত্তর শ্রীলঙ্কা বসিদের নিরাপত্তা, খাদ্য,ও চিকিৎসা ব্যাবস্থা নিতে শ্রীলঙ্কা সরকারকে বলাই প্রনবের এই সফরের উদ্দেশ্য।
এল.টি.টি সুপ্রিম প্রভাকরন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধী হত্যায় মুল আভিযুক্ত। প্রভাকরন ধরা পড়লে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার দ্বাবিও জানিয়েছে নতুন দিল্লি।তবে নিরিহ মানুষেরূর দুর্ভোগের মাসুলে ভারত যে সন্ত্রাস দমন চায়না, তা পরিস্কার হল প্রনবের যুগান্তকারি এই পদক্ষেপে।






Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
http://www.nriparentalcare.com/

No comments:

Post a Comment