Saturday, January 31, 2009

ইস্টবেঙ্গল হারল মুম্বাই এফসির কাছে......

স্বরূপ বোস,কলকাতা,৩১শে জানুঃ ২০০৯ ঃ
জাতীয় লীগের খেলায় মুম্বাই এফসির কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল। প্রথমে ইস্টবেঙ্গলের ইয়াকুবু ইউসুভ ১৩ মিঃ মাথায় গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে নিয়ে গেলেও খেলার ৪৭ মিঃ মুম্বাই আই এফ সি র আভিশেখ যাদব গোল শোধ করে খেলায় সমতা ফেরান। শেষ লগ্নে ঠিক ৮৮ মিঃ মাথায় আবাল হামনড এর গোলে জয় লাভ করে মুম্বাই আই এফ সি।খেলার চুরান্ত ফল ইস্টবেঙ্গল - ১ মুম্বাই আইএফসি- ২ । আজকে হারার পর জাতীয় লীগ চ্যাম্পিয়নের দৌড় থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল।ইস্টবেঙ্গল ক্লাবের এই পারফরমেন্সের জন্য শাসক গোষ্টীর দিকে আঙ্গুল তুলেছে বিরোধী শিবির।
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata




No comments:

Post a Comment