Thursday, January 15, 2009

চলে গেলেন তপন সিনহা......।



২০০৮ সালে তাকে “দাদা সাহেব ফালকে” পুরস্কার নিচ্ছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রিয়রজ্ঞন দাসমুন্সীর হাত থেকে।
ভাস্কর ব্যানার্জী,কলকাতা,দুপুর ২ টা

বিশিষ্ট চিত্র পরিচালক তপন সিনহা আজ সকালে দক্ষিন কলকাতার একটি নার্সিং হোমে মারা গেলেন।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার স্ত্রী অরুন্ধতী দেবী ইতি পূর্বেই মারা গেছেন। তার একমাত্র পুত্র বিশিস্ট বিজ্ঞানী অনিন্দ্য সিনহা। ১৯২৪ সালে কলকাতা শহরে তিনি জন্ম গ্রহন করেন। তার কর্ম জীবনে বহু দেশীয় ও আর্ন্তজাতিক পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্র নির্মানে অসামান্য স্বীকৃতি হিসাবে ২০০৮ সালে তাকে “দাদা সাহেব ফালকে” পুরস্কারে ভূষিত করা হয়।এর মধ্যে ১৯ টি জাতীয় পুরস্কার পেয়েছেন।
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
























No comments:

Post a Comment