Thursday, January 15, 2009

টুরিস্ট টানতে দুবাইয়ে এয়ার কন্ডীশনড বিচ বানানো হচ্ছে…



টুরিস্ট টানতে দুবাইয়ে এয়ার কন্ডীশনড বিচ বানানো হচ্ছে…



আর্ন্তজাতিক ভ্রমন পিপাশুদের জন্য নতুন সুখবর। অসহ্য গরমেও এবার ঘোরা ফেরা সম্ভব দুবাই এর সমুদ্র সৌকতে। ভ্রমন পিপাশুদের সুবিধার্থে দুবাইয়ে তৈরী হচ্ছে শীততাপ নিয়ন্ত্রীত সমুদ্র সৈকত। অসম্ভব মনে হলেও বাস্তব।
প্লাজোভার্সী হোটেলের ধারে তৈরী হচ্ছে এই শীততাপ নিয়ন্ত্রিত সৈকত। গ্রামের দিনে যেখানে গড় তাপমাত্রা থাকে ৪০-৫০ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সমুদ্র সৈকতের বালিতে পা দেওয়াও হয়ে ওঠে অসম্ভব। প্রচন্ড গরমে সমুদ্রের জলও তেতে ওঠে আগুনের মতো উত্তাপে। এই সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে টুরিস্টদের সুবিধার্থে তৈরী হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত সমুদ্র সৈকত, সুইমিংপুল, এবং ব্যবস্থা হচ্ছে সমুদ্র উপকুল আচ্ছাদনের।
প্লাজো ভার্সী হোটেলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি এই খবরের সত্যতা স্বীকার করেছেন। এক সাংবাদিক সন্মেলনে তিনি জানিয়েছেন- এটা বিনোদনের অভুতপূর্ব বিপ্লব।সমুদ্র সৈকতে উত্তপ্ত বালিকে বিশেষ পদ্ধতিতে তাপ শোষন করিয়ে ঠান্ডা করা হবে। যাতে সমুদ্র সৈকত প্রচন্ড তাপ থেকে স্বাভাবিক তাপে পৌছায়।
ব্রিটিশ স্থপতি হায়দার কনসিঊটিং এই পুর ব্যবস্থার দ্বায়িত্ব গ্রহন করেছেন।
হোটেল মালিক ব্রিটিশ পর্য়টকদের সুবিধা-অসুবিধার কথা বিশেষ ভাবে মাথায় রাখছেন।কারন ব্রিটেন থেকে প্রচুর পর্যটক দুবাইতে ভ্রমন করতে যান।যাদের সংখ্যা প্রায় আট লক্ষ।
এই শীততাপ নিয়ন্ত্রিত সৈকতটি পুরটাই কম্পুউটার নিয়ন্ত্রিত। প্রাকৃতিক তাপমাত্রা যাই থাক এই কৃত্রিম বিচটিতে তাপমাত্রা সব সময় থাকবে নিয়ন্ত্রনে।
এ বছরের শেষে অথবা আগামী বছর এই শীততাপ নিয়ন্ত্রিত সৈকতটি প্রস্তুত হয়ে যাবে। সাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে।
খারি যুদ্ধের পর দুবাই সহ আরব গোটা দুনিয়ার দুষণের কারনে কুনজরে এই নতুন প্রকল্পে দুষনের মাত্রা আরো খানিকটা বাড়াবে। প্রায় ৪৪ টন কার্বন ডাই -অক্সাইড।
তবে এই নিয়ে বিশেষ কারও মাথা ব্যাথা আছে বলে মনে হয় না।

Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata






No comments:

Post a Comment