

বাঙ্গালীর গর্ব প্রণব মুখার্জী......
স্বরুপ বোস,কলকাতা,রাত্রি ১১টা ২০মিঃ
এক জন বাঙ্গালীর কাছে ভীষন খুশির দিন।কারন আজ জাতির গর্ব সর্বোপরি বাঙ্গালীর গর্ব নেতাজী সুভাষ চন্দ্র বোসের জন্ম দিন।বাঙ্গালীর আর এক গর্ব প্রণব মুখার্জী প্রধান মন্ত্রী রুপে দায়িত্ব ভার নিলেন।ভারত বর্ষের ইতিহাসে বাঙ্গালীদের অনেক অবদানের কথা আছে।বিভিন্ন সময় তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকলেও প্রধান মন্ত্রীর পদে আমরা কোন বাঙ্গালীকে পাইনি।
প্রণব মুখার্জী কে আমরা প্রধান মন্ত্রী হিসাবে পেয়ে গর্বিত। সেটা অস্থায়ী হোক আর স্থায়ী হোক এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই।এই দিনটি নেতাজী সুভাষ চন্দ্র বোসের জন্মদিন বলে সকল বাঙ্গালীর কাছে স্মরণীয়,আরো স্মরণীয় হয়ে রইল প্রথম একজন বাঙ্গালীকে প্রধান মন্ত্রী রুপে পেয়ে।
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
No comments:
Post a Comment