Tuesday, January 27, 2009

সুস্থ আছেন মনমোহন,খাচ্ছেন স্বাভাবিক খাবার...।


সুস্থ আছেন মনমোহন,খাচ্ছেন স্বাভাবিক খাবার...।

ভাস্কর ব্যানার্জী,
কলকাতা, বিকাল ৫ টা

বাইপাস সার্জারির পর সুস্থ হযে উঠছেন প্রধান মন্ত্রী মনমোহন সিং,দুপুরে খেয়েছেন স্বাভাবিক খাদ্য।এইমস হাসপাতাল সুত্রে এই খবর জানানো হয়।
সম্প্রতি বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রধান মন্ত্রী।হ্রদপিন্ডে ব্লক ধরা পরার পর তাকে বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেন ডাঃ কে,এস,রেড্ডির নেতৃত্বাধীন মেডিকেল টিম।
সফল অস্ত্র প্রচারের পর তাকে আই,সি,ইউ তে রাখা হয় এখনও তাকে সেখানেই রাখা হলেও প্রধান মন্ত্রী সুস্থ ও স্বাভাবিক আছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছ। আসলে এটা আই,সি,ইউ কাম ভি,আই,পি রুম,শীঘ্রই তাকে অন্য ঘরে সিফট করা হবে’-জানিয়েছেন ডাঃ রেড্ডি।

No comments:

Post a Comment