
লোকসভা ভোটের পর কে হবেন ভারতের ভাগ্য বিধাতা। কার বুদ্ধির জোরে চলবে দেশ। জল্পনা এখন তুঙ্গে। ওয়েব সাইট গুলির ভোটের তালিকায় এগিয়ে মনমোহন। প্রায় ৪৩% ভোট পেয়ে জনপ্রিয়তায় এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী। আদবানী, ঘাড়ে নিশ্বাস ফেলছেন মনমোহনের। তার জনপ্রিয়তার হার ৩৯.৮%। এর পর রয়েছে সোনিয়া,রাহুল,মায়াবতি। তবে তাদের জনপ্রিয়তার শতকরা হার তেমন উল্ল্যেখ যোগ্য নয়।
অন্যদিকে ব্যক্তিগত আয়ের ক্ষেত্রেও এগিয়ে মনমোহন। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর মনমোহন সিংয়ের মোট সম্পত্তির পরিমান ৩ কোটি ৯৬ লক্ষ টাকা। রাজনিতীবিদ ও ব্যাবসাদার ভারতের প্রধানমন্ত্রী পদের দাবিদার আদবানীর মোট সম্পত্তি সেখানে ৩ কোটি ৫০ লক্ষ টাকা। আদবানীর আছে দুটি ফ্ল্যাট ও একটি বাড়ি। মনমোহনের আছে দুটি বাড়ি। আদবানীর নিজের কোনও গাড়ি নেই। মনমোহনের নিজস্ব গাড়ি বলতে একটি মারুতি ৮০০। আদবানীর ব্যাঙ্কে জমা ১ কোটি ৪ হাজার টাকা। মনমোহনের ব্যাঙ্কে আছে ১ কোটি ৮৮ লক্ষ টাকা।
এসব কিছুতে মনমোহন এগিয়ে থাকলেও পিছিয়ে আছেন প্রধানমন্ত্রী পদের সম্ভাবনায়। বিজেপি ঘোষনা করে দিয়েছে,তারা জিতলে আদবানীই হবেন প্রধানমন্ত্রী, তবে কংগ্রেস নিদির্ষ্ট ভাবে কাউকেই প্রধানমন্ত্রীর দাবিদার ঘোষনা করে নিবার্চনে নামেনি।তবে মনমোহনের সম্ভাবনাই প্রবল।
No comments:
Post a Comment