Monday, April 13, 2009

১৩ র সৌভাগ্যে বলীয়ান প্রনব মনোনয়ন পত্র জমা দিলেন আজ ১৩ ই এপ্রিল।

ভাস্কর ব্যানার্জী,কলকাতা,১৩ই এপ্রিল'০৯
লাস্ট সাপারে যীশুখৃষ্ট ১৩ জন ভক্তের সাথে নৈশ ভোজ সেরে ছিলেন। এর পরেই ক্রুশ বিদ্ধ হন যীশুখৃষ্ট। সেই থেকে ১৩ সংখ্যা মানব জাতীর কাছে বিভীষিকাময়।১৩ মানেই অশুভ। তাই তেরো থেকে বেঁচে চলে সবাই। পাশ্চাত্যের জর্ডিক কার্ড জ্যেতিষ শাস্ত্রে তেরো নম্বর কার্ডের ছবি একটি কঙ্কাল একটি মানুষের রক্তপান করছে। হিন্দু জ্যেতিষে, সংখ্যা তত্বে ১৩ সংখ্যা মানেই রাহু - ৩+১=৪। তাই গোটা পৃথিবী ১৩ সংখ্যা থেকে সমঝে চলে।
কিন্তু প্রনব মুখোপাধ্যায়ের ব্যাপারটা অন্য। পৃথিবীতে প্রনব মুখার্জ্জীই হয়তো একমাত্র মানুষ যিনি ১৩ সংখ্যার পেছনে ছোটেন।অবাক লাগলেও বাস্তব। প্রনব বাবুর অন্দর মহল থেকে ছেঁকে আনা তাজা খবর। প্রনব মুখোপাধ্যায় তার গুরুত্বপূর্ন সব কাজ বেছে বেছে ১৩ তারিখে করেন ।বলতে পারেন আজকে যে, প্রনব মনোনয়ন পত্র জমা দিলেন সেটা ১৩ তারিখ। কোনও কাকতালিয় নয়। কোনও যুক্তিবাদি আর্দশ দেখাতেও নয়। প্রনব ভাগ্যের সৌভাগ্য দায়ক আশীবার্দ লাভের উদ্দেশ্যেই ১৩ তারিখে জমা দিলেন মনোনয়ন পত্র।
প্রনবের এই ১৩ প্রীতি আজ থেকে নয়। তিনি ভালোমতো জানেন ১৩ সংখ্যা তার কতোটা অনুকূল। তাই ১৩ সংখ্যাকে ব্যবহারও করেন সৌভাগ্যের হাতিয়ার হিসাবে। বিয়ে করেছেন ১৯৫৭ সালের ১৩ই জুলাই। বিয়ে একজন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ন তা ভারতীয় সমাজে নতুন করে বলার অপেক্ষা রাখেনা। একজন পুরুষের জীবন উন্নতির জন্য তার স্ত্রীর ভূমিকা অসামান্য। ১৩ সংখ্যায় বিয়ে করে প্রনব বিবাহ জীবনের অসাধারন সুফল পেয়েছেন। স্ত্রীর সাথে তার মানসিক মিল তার জীবনকে সাফল্যের শিখরে নিয়ে গেছে। প্রনব বাবুর এই সাফল্যের পেছনে র‌য়েছেন প্রনব জায়া সুভ্রা মুখোপাধ্যায়। যিনি সাধারন এক কলেজের প্রফেসার প্রনব মুখোপাধ্যায়ের জীবনে এসেছিলেন ১৩ তারিখে।
কেন্দ্রিয় সরকারের থিঙ্কট্যাঙ্ক প্রনব মুখোপাধ্যায়কে সব সময় হাতের নাগালে পাওয়ার জন্য সনিয়া গান্ধী প্রনব কে অনুরোধ করেছিলেন ৯ নম্বর জনপথে পাকাপাকি ভাবে চলে আসার জন্য। প্রনব জানতেন, ৯ নম্বর জনপথে এলে দল ও সরকারের কাজের ক্ষেত্রে কতটা সুবিধা হবে। তবুও তিনি রাজী হননি কংগ্রেস সভানেত্রীর কথায়। কারন সেই ১৩।প্রনব দিল্লিতে থাকেন ১৩ নম্বর তালকোটরা রোডে। ১৩ নম্বর বাড়িতে থেকেই তিনি হয়েছেন ভারত সরকারের দুই নম্বর ব্যক্তিত্ব। বিদেশ মন্ত্রী হয়ে কাঁপিয়েছেন বিশ্ব। ১৩ সংখ্যার পিছনে প্রনব যেমন ছোটেন, ১৩ সংখ্যার সৌভাগ্যও তেমন ছোটে প্রনব মুখোপাধ্যায়ের পিছু পিছু। প্রনব প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন ১৩ জুন ১৯৮০ সালে। ভারতের আন-অফিসিয়াল প্রধানমন্ত্রী কি এবার অফিসিয়ালি ভারতের প্রধান মন্ত্রী হবেন? উত্তরটা যদিও দেবে ভবিষ্যত, কিন্তু ১৩ সংখ্যার সুষ্টার ডোস নিয়ে ময়দানে নেমে গেছেন প্রনব। দেখা যাক,১৩ র বরপুত্র এবার কতটা এগোতে পারেন।

No comments:

Post a Comment