Tuesday, April 7, 2009

রাজনাথ সিং দেখা করলেন বরুণ গান্ধীর সঙ্গে ......




কলকাতা,৭ই এপ্রিল'০৯
বেফাঁস সাম্প্রদায়িক উষ্কানিমূলক বক্তব্যের জেরে উত্তর প্রদেশের জেলে আটক বিজেপি প্রার্থী বরুণ গান্ধীর সঙ্গে সোমবার দেখা করেলেন দলের সভাপতি রাজনাথ সিং৷ সাম্প্রদায়িক সুরে ভাষণ দেয়ার অভিযোগে কঠোর জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে ২৯শে মার্চ গ্রেপ্তার করা হয়৷

রাজনাথ-বরুণ সাক্ষাৎ-কে কেন্দ্র করে কোনরকম গন্ডগোল যাতে না হয় তার জন্য ছিল ব্যপক পুলিশ বন্দোবস্ত৷ সাক্ষাতের পর বিজেপি সভাপতি বলেন, রাজ্য-প্রশাসন যেভাবে বরুণ গান্ধীকে হেনস্তা করছে, নিপীড়ণ চালাচ্ছে সেই ইস্যু তিনি জণগনের সামনে রাখবেন ৷ আইন তার নিজের পথে চললেও বিজেপি রাজনৈতিক এবং আইনী সমর্থন দিয়ে যাবে বরুণ গান্ধীকে৷ দল চুপ থাকবেনা, বলেন তিনি ৷
উল্লেখ্য, উত্তর প্রদেশে বিজেপির বিরুদ্ধ দল বিএসপির সরকার ৷ পিলিভিত কেন্দ্রে সাম্প্রদায়িক ভাষণ দেবার অভিযোগে বরুণ গান্ধীকে কঠোর জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয় ৷ বর্তমানে তিনি লক্ষনৌ থেকে তিনশ কিলোমিটার দূরে সুরক্ষিত ইটা জেলে বন্দী ৷ বরুণ গান্ধী-রাজনাথ সিং সাক্ষাৎ চলে প্রায় আট ঘন্টা ৷ জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল করেন বরুণ গান্ধী৷ বলেন, তাঁর ভাষণের রেকর্ড বিকৃত করা হয়েছে৷ পর্যবেক্ষকদের মতে, বয়সে তরুণ বরুণ গান্ধী কার্যত একটু বাড়াবাড়ি করে ফেলেছিলেন৷
বিজেপি এবারের নির্বাচনে কট্টর হিন্দুত্ববাদের ঝুঁকি নিতে চাইছেনা৷ তাই বরুণ গান্ধীর দায় না পারছে নিতে না পারছে ফেলতে৷ এই ইস্যুতে দলের মধ্যেও আছে মতান্তর৷ তবে জাতীয় নিরাপত্তা আইনের মতো কঠোর আইন প্রয়োগের দরকার ছিলনা বলে সকলেই একমত৷
অন্যদিকে, উত্তর প্রদেশের রায় বেরিলি কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেন সোমবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ জাত-যজ্ঞ, সমর্থকদের বিপুল অভিনন্দন, পুষ্প বৃষ্টি এবং গাড়ির মিছিল নিয়ে রিটার্নিং অফিসারের দপ্তরে যান তিনি৷ সঙ্গে ছিলেন পুত্র রাহুল গান্ধী এবং অন্যান্য শুভাকাংখীরা৷ ঐ কেন্দ্রে ভোট ৩০শে এপ্রিল৷
উত্তর প্রদেশের রায় বেরিলি কেন্দ্রে বলতে গেলে চিরদিনই নেহুরু-গান্ধী পরিবারের৷ রাজীব গান্ধীর বাবা ফিরোজ গান্ধী, মা ইন্দিরা গান্ধী, এখন পত্নী সোনিয়া গান্ধী এই কেন্দ্রেই প্রার্থী৷ ২০০৪ সালে সোনিয়া গান্ধী এই কেন্দ্রে জয়লাভ করার পর লাভজনক পদে থাকার বিতর্কে পদত্যাগ করে ২০০৬ এ বিপুল ভোটে আবার জয়ী হন৷

No comments:

Post a Comment