Saturday, April 11, 2009

সোমালিয়া উপকূলে পণবন্দি নাটক অব্যাহত



সোমালিয়া উপকূলে পণবন্দি নাটক অব্যাহত

সোমালিয়ার জলদস্যুদের সাথে ফ্রান্সের নৌসেনাদের সম্মুখ যুদ্ধে একজন জিম্মি ও দুই জলদস্যু নিহত হয়েছে৷ এদিকে জলদস্যুদের হাতে আটক মার্কিন ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র৷
ফরাসি অভিযান
ফরাসি নৌবাহিনীর সদস্যরা সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে চারজন জিম্মিকে মুক্ত করেছে এবং তিন জন জলদস্যুকে আটক করেছে৷ এক সপ্তাহ আগে এডেন উপসাগর থেকে জলদস্যুরা নৌযানটি ছিনতাই করে৷ ছিনতাইয়ের সময় ‘দ্য টানিটে’ এক শিশুসহ মোট পাঁচ জন পর্যটক ছিল৷ উদ্ধার অভিযানের সময় জলদস্যুদের হাতে আটক নৌযান ‘দ্য টানিট’ এর মালিক ফ্লোরঁ লেমাকঁ নিহত হন৷ ফ্রান্সের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, জিম্মিদের উদ্ধার অভিযানের পর তিন বছর বয়সী শিশু এবং অপর তিন জিম্মি নিরাপদ ও সুস্থ রয়েছে৷ ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী অ্যার্ভে মব়্যাঁ বলেন, জলদস্যুদের হাতে জিম্মিদের উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি৷ এমনকি মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল৷ কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ফ্রান্সের নৌবাহিনীর সদস্যরা সরাসরি অভিযানে যেতে বাধ্য হয়৷ ফ্রান্সের চিফ অব ডিফেন্স স্টাফ জঁ-লুই জর্জল্যাঁ জানিয়েছেন, জলদস্যুদের সাথে নিরাপত্তা কর্মীদের গুলি বিনিময় চলার সময় ক্রসফায়ারে লেমাকঁ নিহত হয়েছেন৷ এছাড়া জলদস্যুদের দুই জন ঘটনাস্থলে নিহত হয় এবং একজন পানিতে ঝাঁপিয়ে পড়ে৷ ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এরিক শেভালিয়ে জানান, যে জানজিবারের উদ্দেশ্যে রওয়ানা করার আগে লেমাকঁকে একাধিকবার সোমালিয়ার উপকূল দিয়ে না যাওয়ার জন্য সতর্ক করে দেয়া হয়েছিল৷

মার্কিন অভিযান
এদিকে, সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক মার্কিন পতাকাবাহী জাহাজ ‘মেয়ার্স্ক অ্যালাবামা’-র ক্যাপ্টেনকে উদ্ধারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ইতিমধ্যে মার্কিন নৌবাহিনীর ‘ডেস্ট্রয়ার বেইনব্রিজ’ নামের যুদ্ধজাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ জলদস্যুদের সঙ্গে আলোচনা চালানোর পাশাপাশি তাদের ওপর চাপ সৃষ্টি করতে শুক্রবার সোমালিয়া উপকূলে শক্তি বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী৷ এ কাজে সহায়তা করার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও মাঠে নেমেছে৷ কিন্তু এখন পর্যন্ত অপহৃত মার্কিন ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ উল্টোদিকে, জলদস্যুরা ফিলিপসের মুক্তির বিনিময়ে দুই মিলিয়ন ডলার মুক্তিপণ এবং নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছে৷ এছাড়া জলদস্যুরা তাদের উপর মার্কিন হামলা ঠেকাতে ভিন্ন কৌশল গ্রহণ করেছে৷ জলদস্যুরা ফিলিপসকে বহনকারী লাইফবোটের পাশে গত সপ্তাহে ছিনতাই করা অপর একটি জার্মান কন্টেইনার জাহাজকে এনেছে৷ ঐ জাহাজটিতে ২৪ জন নাবিক রয়েছে যাদের মধ্যে পাঁচজন জার্মান নাগরিক৷
প্রসঙ্গত, বুধবার ১৭ হাজার টনের ঐ ড্যানিশ জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা৷ কিন্তু জাহাজটিতে থাকা ২০ মার্কিন নাবিক কিছুক্ষণের মধ্যেই সেটি পুণরায় নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷ তবে জাহাজের ক্যাপটেন রিচার্ড ফিলিপসকে একটি লাইফবোটে আটকে রাখে জলদস্যুরা৷ জাহাজটিতে সোমালিয়া এবং উগান্ডার জন্য ২৩২-টি কন্টেইনার ভর্তি ত্রাণ সামগ্রী ছিল৷

No comments:

Post a Comment