
বুশ আর জুতো কাণ্ড যেমন সমার্থক হয়ে গিয়েছিল এবারে সেই একই স্টাইলে চিদম্বরমকে জুতো ছুঁড়ে মারলেন এক সাংবাদিক৷ এই সাংবাদিক ''দৈনিক জাগরন''-এর সাংবাদিক৷ নাম জার্নেল সিং৷ সাংবাদিক সন্মেলনে জুতো ছুঁড়ে মারেন তিনি৷ পরে এক বেসকারি চ্যানেল কে জানান- তার পদ্ধতিতে ভুল থাকতে পারে৷কিন্তু ক্ষমা তিনি চাইবেন না৷ মূলত টাইটেলারকে ক্লিন চিট দেওয়ার সি বি আই সিদ্ধান্তে প্রতিবাদ করার জন্যই তিনি জুতো ছুঁড়ে মারেন বলের ধারণা৷ পরে সাংবাদিকরা কথা বলতে চাইলে- তাকে টেনে হিঁচরে নিয়ে যাওয়া হয়৷ কোন সাংবাদিককে তার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে জুতো মারার পিছনে শিখ সম্প্রদায়-কে নায্য বিচার না পাওয়ার বিষয়কেই দায়ি করেন তিনি৷
No comments:
Post a Comment