
ফ্যাশান উইকে স্বামী অক্ষয়ের কু আচরণে মদত দেওয়ার জন্য বিপাকে পড়লেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না৷ গতকাল তিনি নিজেই আত্মসমর্পণ করেন৷ পরে মুম্বাই পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ তবে কিছুক্ষন পরেই অবশ্য তিনি জামিনে ছাড়া পেয়ে যান৷ তবে এর জন্য টুইঙ্কেলকে 950 টাকা জরিমানা দিতে হয়েছে৷ টুইঙ্কেল রেহাই পেলেও অক্ষয় কিন্তু এই অভদ্র আচরণের জন্য সহজে ছাড় পাবেন না৷ বর্তমানে তিনি বিদেশে শ্যুটিং করতে গেছেন৷ বিদেশ থেকে আসলেই তাঁকে গ্রেফতার করবে মুম্বাই পুলিশ৷ ফ্যাশান উইকে ক্যাটওয়াক করার পর অক্ষয় স্ত্রী টুইঙ্কেলকে দিয়ে জনসমক্ষে জিনসের বাটন আটকাতে বলেন৷ টুইঙ্কেলও যথারীতি স্বামীর আদেশ পালন করেন৷ এই ঘটনাই মুম্বাই এর সমাজকর্মী অনিল নায়ারের চোখে বাঁধে৷ তিনি অক্ষয়ের বিরুদ্ধে মামলা করেন৷ খিলাড়ি কুমার এবার কি করবেন? বিদেশ থেকে ফিরে হয়ত তাঁকে কোর্টের চক্কর কাটতে হবে৷
No comments:
Post a Comment