আগামীকাল রাজ্যের ১৬ টি পৌরসভায় ভোট..................
পঞ্চায়েত থেকে লোকসভা ভারাডুবির পর আবার অগ্নি পরিক্ষার মুখোমুখি সি.পি.আই(এম)। সামনেই এ রাজ্যের ১৬ টি পৌরসভায় নির্বাচন। বিগত ভোটের লজ্জাজনক হার থেকে মুখ রক্ষার, এই সুযোগ হারাতে নারাজ সিপিএম নেতৃত্ব। প্রস্তুতি চলছে জোর কদমে। রাজ্য কমিটির তরফ থেকে পৌরসভা গুলির লোকাল কমিটিতে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশাবলী। এই বিশেষ নির্দেশে কর্মী-সমর্থকদের আরো বেশি নিষ্ঠার সাথে দলের কাজে আত্মনিয়োগ করার আহবান করা হয়েছে। সিপিএম রাজ্য কমিটির এক নেতার এই বিষয়ে বক্তব্য- “ ২০০৭ সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের অবস্থা খারাপ হয়েছিলো। ২০০৯ সালের লোকসভা নির্বাচনেও জনাদেশে আমরা ভালো সফল্য পাইনি। পঞ্চায়েত নির্বাচনে জনসমর্থন আদায় করতে না পারলে সামনের বিধানসভা ভোটে ভরাডুবি অবস্থা থেকে বাঁচার রাস্তা নেই”।
অন্য দিকে সিপিএমের যুযুধান প্রতিদ্বন্দী তৃণমূল কংগ্রেস’ও সর্বশক্তি দিয়ে নেমেছে পৌরভোট বাজিমাত করতে। লোকসভা ভোটে জোট সঙ্গী কংগ্রেসের সাথে অভূতপূর্ব সাফল্য লাভের পর ১৬ টি পুরভোটেও কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েছে তৃণমূল। ইসলামপুর, কালিয়াগঞ্জ, মালবাজার এবং সাইথিঁয়া পৌরসভা গতবারে কংগেসের দখলে ছিলো আর এগরা পৌরসভা ছিলো তৃণমূল কংগ্রেসের দখলে। বাকি বেশ কয়েকটি পৌরসভা বর্তমানে আছে সিপিএমের দখলে। এবার সিপিএমের কাছ থেকে সবকটি পৌরসভা দখলের পণ নিয়ে ভোট যুদ্ধে নেমেছে তৃণমূল-কংগ্রেস জোট। যদিও আভ্যন্তরিন মতপার্থক্যের কারনে দমদম, দক্ষিণ দমদম ও সাইথিঁয়া পৌরসভায় কিছু ওয়ার্ডে কংগ্রেস ও তৃণমূল জোটবদ্ধ হতে পারেনি।
এদিকে সি পি এম নেতা সুভাষ চক্রবর্তী অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারে সক্রিয় ভাবে অংশগ্রহন করতে পারেন নি। তাই ইতিমধ্যে লড়াইয়ে দমদম ও দক্ষিন দমদম পৌরসভায় অনেকটাই পিছিয়ে পড়েছে বামফ্রন্ট।
নির্বাচন কমিশন ভোটের দিন ও ভোট পরবর্তী রাজনৈতিক সন্ত্রাস মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এখন থেকেই। নিয়োগ করা হয়েছে কুড়ি হাজার পোলিং অফিসার। প্রস্তুত রাখা হয়েছে বিশাল সশস্ত্র বাহিনী। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক সন্ত্রাস। গতকাল দমদম পুর অঞ্চলে বোমা ফেটে নিহত হয়েছেন চার তৃণমূল কর্মী।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে কার্সিয়াং, কালিম্পং ও দার্জিলিং পৌরসভায় একটিও মনোনয়নপত্র জমা না পড়ার কারণে ঐ পৌরসভা গুলিতে ভোটদান পর্ব স্থগিত রাখা হয়েছে। গোর্খাল্যান্ডের দাবীতে অটল বিমল গুরুং-রা সেখনে ভোট বয়কট এর ডাক দিয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment