Saturday, June 27, 2009

২রা জুলাই শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ সন্মেলন...........................।

ভাস্কর ব্যানার্জী

আগামী ২রা জুলাই আমেরিকের সানফ্রান্সিসকোতে শুরু হতে চলেছে বিশ্ব বঙ্গসন্মেলন । এবারের সন্মেলনটি হবে অন্যান্য বছরের তুলণায় অনেক বড় এবং আকর্ষনীয়। সন্মেলনের মূল উদ্যোক্তা ‘কালচারাল অ্যাসোসিয়েশান অফ বেঙ্গল অফ নর্থ আমেরিকা’- এর পক্ষ থেকে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে প্রকাশিত হয়েছে সম্পুর্ন অনুষ্ঠানটির নির্ঘন্ট। ২রা থেকে ৪ঠা জুলাই অনুষ্ঠিত হবে বৈচিত্রপূর্ণ সংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পিরা। বাংলা বই এর পাঠক ও বাংলা রসনার রসিক দের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। এবারের অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফ থেকে আশা করা হচ্ছে এই বারের সন্মেলনে জনসমাগম হবে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি। প্রায় ৮০০০ বাঙলি এই সন্মেলনে উপস্থিত থাকবেন বলে ধারনা করছেন উদ্যোক্তারা । এবার সন্মেলন শুরু হওয়ার আগের দিন অর্থাৎ ১ লা জুলাই আয়োজন করা হচ্ছে এক বিশেষ বাণিজ্যিক আলোচনা চক্রের । এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন ভারত ও আমেরিকার কয়েকটিক অগ্রগণ্য বাণিজ্যিক সংস্থার কর্ণধাররা । বঙ্গসন্মেলনের এই বাণিজ্যিক আলোচনা চক্রে যোগ দেয়ার জন্য ইতি মধ্যেই আমন্ত্রিত হয়েছেন বেঙ্গল অম্বুজা ও রাইস গ্রুপের মতো বানিজ্যিক সংস্থা গুলির কর্নধাররা । এছাড়াও বিশেষ আমন্ত্রীত হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট শিল্পপতি প্রসুন মুখোপাধ্যায়। এবারে তথ্য প্রযুক্তির জন্য বিশেষ এক আলোচনা সভা ও বিপনন কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। কলকাতার এবং বিশ্বের বিভিন্ন বাঙালি তথ্য প্রযুক্তি সংস্থা গুলি এবারের বঙ্গ সন্মেলনে উপস্থিত থেকে তুলেধরেবেন তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী।

No comments:

Post a Comment