Friday, May 29, 2009

২০০৯উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল।

২৯ শে মে'০৯,মৌমিতা ঘোষ,কলকাতা
২০০৯ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল আজ় সকাল ১০টার সময় বিদ্যাসাগর ভবন থেকে।পর্ষদ সভাপতি আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষনা করেছেন।গতবারের তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশী।এবারের পাশের হার ৮২.০৮ শতাংশ। এবারের উচ্চমাধ্যমিকের পাশের হার রের্কড ছোঁয়া। তুলনামূলকভাবে ছাত্রীদের পাশের হার বেশী।ছাত্রদের পাশের হার ৮৯শতাংশ। সেখানে ছাত্রীদের পাশের হার ৯১শতাংশ।
পর্ষদ সভাপতি এ বছরের উচ্চ-মাধ্যমিকের ফলাফল গ্রেডের মাধ্যমে প্রকাশ করেছেন।পর্ষদ সভাপতি জানিয়েছেন পাশের দিক থেকে এগিয়ে পূর্ব মেদিনীপুর ,কলকতা হাওড়া,হুগলী,পশ্চিমমেদিনীপুর।কিন্তু সেই তুলনায় পিছিয়ে আছে জলপাইগুড়ি,মূর্শিদাবাদ।একই সঙ্গে পর্ষদ সভাপতি জানিয়েছেন ২০০১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৭.৩.২০১০ তারিখে।

Friday, May 22, 2009

Tuesday, May 19, 2009

১৯শে মে বাংলা ভাষা মর্য্যাদা দিবসে আমরা বাঙ্গালী -র আহবান













১৯শে মে ভাষা মর্য্যাদা দিবসে ভিন্নবাসর রেডিও-তে কথা বলছেন আমারা বাঙ্গালী -র কেন্দ্রীয় সচিব শঙ্কর গঙ্গোপাধ্যয় ...
http://www.free-codecs.com/download_soft.php?d=3200&s=510

স্বরূপ বোস,১৯শে মে'০৯,কলকাতা